ময়মনসিংহের ডিসি মুফিদুল আলমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদায়ন

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৫৭ পিএম

ডিসি মুফিদুল আলম

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম দীর্ঘদিন ধরে দায়িত্বপরায়ণ ও দক্ষতার সঙ্গে কাজ করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার উদ্ভাবনী প্রশাসন, স্বচ্ছতা এবং জনগণের সঙ্গে আন্তরিক যোগাযোগের কারণে সরকার তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছেন।

একই সঙ্গে তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক  হিসেবে পদায়ন করা হয়েছে। এই পদোন্নতি মুফিদুল আলমের সফল ও উন্নয়নমুখী প্রশাসনিক যাত্রার স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে।

স্থানীয়রা বলেন, “ডিসি মুফিদুল আলম সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন। তার নেতৃত্ব ও আন্তরিকতার কারণে আমরা তাকে সবসময় মনে রাখব।”

মুফিদুল আলমও নতুন দায়িত্ব গ্রহণের পর জনগণের সেবায় আরও উদ্যোগী ও কার্যকরভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

 

Advertisement

Link copied!