কুকুর ছানা হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানা বস্তায় ভরে পানিতে ডুবিয়ে হত‍্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার ১ ওয়ার্ডের রহিমপুর স্কুলপাড়া মোড়ে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত নারীর নাম নিশি রহমান (৩৮)। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।

এর আগে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা পরিষদ কম্পাউন্ডে ১টি মা কুকুর কয়েকদিন আগে ০৮টি বাচ্চা প্রসব করে। মা কুকুরটি তার বাচ্চাদের নিয়ে উপজেলা পরিষদ কম্পাউন্ডে বসবাস করতো। উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা মা কুকুরটিকে বিভিন্ন ধরণের খাবার পরিবেশন করতেন। গত ০১ ডিসেম্বর সকাল থেকে মা কুকুরটি উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভিতরে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এবং বিভিন্ন কর্মকর্তাদের নিকট ছুটাছুটি করতে থাকে। কুকুরটির সাথে তার ছানাগুলো না থাকায় উপজেলা পরিষদের কর্মকর্তারা কুকুরটির ছানাগুলোকে খোঁজ করতে থাকেন। সকলেই ধারনা করেন যে, কুকুরটির ছানাগুলোকে কেউ হত্যা করেছে বা নিয়ে গেছে। ছানাগুলোকে খোঁজ করার এক পর্যায়ে উপজেলা পরিষদের মালি জাহাঙ্গীর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা মো. হাসানুর রহমানকে কুকুর ছানাগুলোর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন কিছু জানেনা মর্মে জানান। কিন্তু তার শিশু পুত্র আফান (৮) জানায় তার মা নিশি রহমান উক্ত কুকুর ছানাগুলিকে একটি বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দিয়েছে। 

পরে গত ০১ ডিসেম্বর সকালে আফানের দেখানো মতে উপজেলা পরিষদের মালি জাহাঙ্গীর পরিষদের পুকুর হতে বস্তাবন্দি অবস্থায় কুকুর ছানাগুলোর মৃতদেহ উদ্ধার করেন। 

কুকুর ছানাগুলোর হত্যার কান্ডের ঘটনার অনুসন্ধানের এক পর্যায়ে জানা যায়, নিশি রহমান কুকুর ছানাগুলোর ডাকাডাকিতে বিরক্ত হয়ে গত ৩০ নভেম্বর বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভিতর হতে ০৮টি কুকুর ছানা একটি বস্তায় বন্দি করে উপজেলা পরিষদ কম্পাউন্ডের পুকুরে ডুবিয়ে হত্যা করে।

Link copied!