সাংবাদিক নির্যাতন প্রতিরোধ মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবির

স্টাফ রিপোর্টার , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৬ পিএম

দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ গঠন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক। তার নেতৃত্বে ৭ সদস্যের মনিটরিং সেল কার্যক্রম পরিচালনা করবেন এবং এই টিমের প্রধান থাকবেন মোহাম্মদ আলী আবির।

মনিটরিং সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর সহকারী পরিচালক (আইন) এবং দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী আবির ।

সেলের কাঠামো অনুযায়ী, ৮টি বিভাগ থেকে ৮ জন সাংবাদিক নির্বাচিত হবেন। এছাড়াও জেলা ইউনিট থেকে থাকবেন ৮ জন, যেখানে একজন প্রধান এবং বাকি ৮ জন সদস্য। তাঁরা কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন। দেশের ৬৪ জেলা থেকে সাহসী সাংবাদিকরা সেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মনিটরিং সেলের প্রধান লক্ষ্য হলো—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা-হুমকির তথ্য পর্যবেক্ষণ করা, এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রতিকার নিশ্চিত করা। এছাড়া সাংবাদিকদের ওপর নির্যাতন বা হামলার ঘটনা চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

সাংবাদিক সমাজের নেতারা আশা প্রকাশ করেছেন, মনিটরিং সেল কার্যকরভাবে কাজ করলে সাংবাদিকদের ওপর হুমকি ও হামলা উল্লেখযোগ্যভাবে কমবে, এবং তারা আরও নির্ভীকভাবে জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে সক্ষম হবেন।

Advertisement

Link copied!