চট্টগ্রাম প্রতিদিন পরিবারের আনন্দযাত্রা ও বর্ষসেরা রিপোর্টার সম্মাননা–২০২৫

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম

ঘটনার পেছনে ছুটাছুটি, ঘটনার পেছনের ঘটনা উদ্ঘাটন, সত্যকে জয় করতে মিথ্যার বিরুদ্ধে লড়াই—এই যেন সাংবাদিকদের জীবন। ঘটনার পেছনে ছুটাছুটিকে বিরতি দিয়ে আনন্দ–উল্লাসে মেতেছিল দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিবার।

৯ ডিসেম্বর, মঙ্গলবার পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন ও বর্ষসেরা রিপোর্টারদের সম্মাননা–২০২৫।

এইদিন ভোর থেকে চট্টগ্রামের বিভিন্ন জেলা–উপজেলার প্রতিনিধিরা অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। ঠিক সময়ে সমুদ্র নগরীর উদ্দেশ্যে শুরু হয় আনন্দ যাত্রা। উল্লাস–উদ্দীপনা আর প্রতিনিধিদের মধ্যকার বিভিন্ন রকম খুনসুটিতে এই যাত্রা পারিবারিক মিলনমেলায় রূপ নেয়।

কক্সবাজারে পৌঁছে সমুদ্রের নীল জলরাশিতে শুরু হয় গা-ভেজানোর ধুম। সমুদ্রের তীরে বালিয়ারিতে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ ছিল এক ভিন্নরকম অভিজ্ঞতা।

বঙ্গোপসাগরের নীল জলে সূর্য ডুবতেই শুরু হয় বর্ষসেরা রিপোর্টারদের সম্মাননা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। এর আগে অনুষ্ঠিত নারী ও পুরুষদের হাড়ি ভাঙা এবং মিউজিক্যাল চেয়ার খেলা। এই সব খেলায় বিজয়ীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। খেলার বিভিন্ন মজার মুহূর্ত উপস্থিত অতিথিদের বিনোদনের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়।

এই উচ্ছ্বাস আরও বেড়ে যায় বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা প্রাপ্তির মাধ্যমে। বর্ষসেরা সিনিয়র সাব–এডিটর হিসেবে দেবজ্যোতি দেবু, নিজস্ব প্রতিবেদক-প্রিন্ট জাহাঙ্গীর শুভ, ইসমত মর্জিদা ইতি, চৌধুরী মাহবুব, রানা নাহা, নিজস্ব প্রতিবেদক-ডিজিটাল থেকে সিনিয়র রিপোর্টার ইব্রাহিম জুলহাজ নীল, স্টাফ রিপোর্টার মামুন আব্দুল্লাহ, প্রিন্স আচার্য্য, আব্দুর রহমান ইমন, বর্ষসেরা ভিডিও এডিটর ফাহিম ফয়সাল, কক্সবাজার জেলা প্রতিনিধি বলরাম দাস অনুপম, পটিয়া উপজেলা প্রতিনিধি কাউসার আলম, লোহাগাড়া প্রতিনিধি সাত্তার সিকদার সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ।

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক, আয়ান শর্মার সভাপতিত্বে, পত্রিকার বর্ষসেরা রিপোর্টার সম্মাননায়, উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে'র, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বিশেষ অতিথি ছিলেন, দ্য ফাইন্যান্স টু'ডে পত্রিকার সম্পাদক মতিউর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক খায়রুল আলম রফিক, আশিরা গ্রুপের কর্ণধার আলী আক্কাস, সমাজসেবক নেছার উদ্দিন বুলু, চট্টগ্রাম প্রতিদিন ব্যবস্থাপনা সম্পাদক—চৌধুরী হাসান মাহমুদ আকবরী, প্রতিদিন ডিজিটাল কনসালট্যান্ট—আনিসুর রহমান সাব্বির, নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ বণিক, টোয়াবের সাধারণ সম্পাদক—নুরুল কবির পাশা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, মিথুল দাশগুপ্ত, বাজুস চট্টগ্রামের যুগ্ম সম্পাদক—রাজীব ধর তমাল, চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ) সভাপতি—সোহাগ আরিফিন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, সনাতনের কর্ণধার—অশোক চক্রবর্তী।

এ সময় চট্টগ্রাম প্রতিদিনের সংবাদকর্মীসহ তাদের পরিবার পরিজনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান শেষে কবিতা আবৃত্তি, একক অভিনয় ও যৌথ অভিনয়ের মধ্যদিয়ে শেষ হয় এই বিশাল আয়োজন।

Advertisement

Link copied!