কক্সবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম

কক্সবাজার শহরের সাহিত্যকা পল্লী এলাকায় এক বর্বরোচিত ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। গত কয়েকদিন আগে ওই কিশোরীকে সিটি কলেজ সংলগ্ন এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একদল দুর্বৃত্ত সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। আজ ৩১ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে বিকেলে নিজ বাসার পাশ থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। দীর্ঘ লড়াই শেষে আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাহিত্যকা পল্লী ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। বিক্ষুব্ধ এলাকাবাসী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Link copied!