কুমিল্লার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের কৃতি সন্তান, মালয়েশিয়ান ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ ইকবাল হোসেন (ইসহাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় চান্দিনা উপজেলার মানুষের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর (বুধবার) কুমিল্লার হোটেল এলিট প্যালেসে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী ডা. মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান। মাওলানা মোঃ ইলিয়াস সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ইকবাল হোসেন (ইসহাক) সাহেবের ব্যবসায়িক সাফল্য ও সমাজসেবামূলক কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার মতো সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক উদ্যোক্তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সংবর্ধিত অতিথি ইকবাল হোসেন (ইসহাক) সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই সম্মান আমাকে আরও দায়িত্বশীলভাবে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেবে।"
এসময় চান্দিনা উপজেলা গল্লাই ইউনিয়ন সহ আশেপাশের শিক্ষক, সমাজসেবক, তরুণ প্রজন্ম ও গুণিজনরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :