মানিকগঞ্জে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির তালিকা সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হস্তান্তর করেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ–মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ০৫/০১/২০২৬
ইং তারিখ সোমবার সকাল ১০ টার সময় নবাগত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন (সাংবাদিক), সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন এলএল.বি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) মানিকগঞ্জ সদর উপজেলা সরকারি কমিশনার ভূমি এসিলেন্ট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুনের নিকট আনুষ্ঠানিকভাবে কমিটির তালিকা হস্তান্তর করেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খায়রুল আলম রফিকের নির্দেশে, নবাগত জেলা কমটির পক্ষ হইতে কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আহাজার হোসেন (সাংবাদিক), সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন এল.এল.বি, যুগ্ম সাধারণ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম অবঃ প্রাপ্ত সেনা সদস্যসহ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ডের কার্যালয়ের কর্মকর্তাগণের উপস্থিতিতে সহকারি কমিশনার ভূমি এসিল্যান্ডের নিকট কমিটির তালিকা হস্তান্তর করেন। এছাড়া মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সহযোগিতা চাওয়া হলে এসিল্যান্ড রিক্তা খাতুন সাংবাদিকদের সর্বোচ্চ আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
নবাগত জেলা কমিটিতে আর ও রয়েছেন— সাংবাদিক তানজিলা, সাংবাদিক ছাবিনা দিলরুবা এম এস এস( রাষ্ট্রবিজ্ঞান), সাংবাদিক মাসুদ চৌধুরী সাঈদ, সাংবাদিক সবুজ আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান (মিন্টু), সাংবাদিক মোঃ সেলিম হোসেন, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন টিটু, সাংবাদিক মোঃ আলী আজম মানিক, সাংবাদিক মোঃ হাফিজুল হোসেন বাদল, সাংবাদিক মোঃ শাহিন মিয়া, সাংবাদিক মোঃ মিজানুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক আবুল হোসেন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :