ধামরাইয়ে ৪৭ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ পিএম

ঢাকার ধামরাইয়ে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪৭ গ্রাম হেরোইনসহ মো. খোরশেদ আলম (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাউসার সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোরশেদ আলম নীলফামারী জেলার ডোমার থানার পূর্ব বড়াগাড়ী কৃষি কলেজ পাড়া এলাকার মৃত সরদ আলীর ছেলে। তিনি ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকার হিজরা সারুর বাসার ভাড়াটিয়া।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাউসার সুলতান জানান, আজ বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, বিশেষ অভিযানে হেরোইনসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Link copied!