ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের দেওয়া রায়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়ন বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে আদালত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দেন।
কর্নেল (অব.) আব্দুল হক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। তিনি দীর্ঘদিন সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। অবসর-পরবর্তী সময়ে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ের নেতা এবং দলটির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-২ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আব্দুল হক বলেন, আমি আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল। আমি ঢাকা-২ আসনের ভোটারদের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :