শরীফ ওমর টুটুল, গাজীপুর মহানগর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা। প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে শত শত জামাই ও তাঁদের স্বজনরা মেলায় অংশ নেন।
কালিগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রাম এলাকার ফসলি মাঠে এ মেলার আয়োজন করা হয়। কয়েকশ বছর ধরে হয়ে আসা এই মেলাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। জামাইদের সম্মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে পিঠা-পুলি, মিষ্টান্ন ও বিভিন্ন খাবারের আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা, লোকজ পণ্যের স্টল, খেলনা ও খাবারের দোকান বসে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। জামাইরা এ মেলায় অংশ নিয়ে সবচেয়ে বড় মাছ কেনার প্রতিযোগিতায় মেতে ওঠেন। বিক্রেতারা দেশি-বিদেশি নানা জাত ও প্রজাতির এবং সামুদ্রিক মাছ হাঁকডাক দিয়ে বিক্রি করে থাকেন। বিক্রেতারা জানান, এ বছর মাছ কিছুটা কম। ক্রেতাদের মতে দাম একটু বেশি।
আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখা ও পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই জামাই মেলার আয়োজন। অংশগ্রহণকারীরাও জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় লাখ লাখ টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া স্থানীয়রাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করে থাকেন।
আপনার মতামত লিখুন :