বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

ইবিতে ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর উদ্বোধন

ইবিতে ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর উদ্বোধন

ওয়াসিফ আল আবরার, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের বটতলায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইবি উপাচার্য।

এসময় লেখা প্রদর্শনী মেলায় দেশের বিভিন্ন শীর্ষস্থানিয় জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশিত লেখক ফোরামের তরুণ লেখকদের লেখা কলাম ও চিঠি প্রদর্শনীতে স্থান পায়। উপাচার্য এবং উপস্থিত অতিথিবৃন্দ ঘুরে-ঘুরে প্রদর্শিত লেখা গুলো পড়েন এবং সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখতে এবং সৃষ্টিশীলতা বাড়াতে তরুণ লেখকদের বিভিন্ন পরামর্শ দেন।

পরে, ক্যাম্পাসের আমতলায় ৪৬ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী স্টল সমূহ পরিদর্শন করেন ইবি উপাচার্য। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রর্দশনীতে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, ল্যাবরেটরী স্কুল ও আই.আই.ই.আর শিক্ষা ও গবেষণায় তাদের অগ্রগতি তুলে ধরে। এছাড়াও প্রত্যেক বিভাগ তাদের উদ্ভাবিত গবেষণাকর্ম, বিভাগীয় শিক্ষকদের লেখা এবং কোর্স সংশ্লিষ্ট বই ও গবেষণাপত্র প্রদর্শন করে।

উদ্বোধনকালে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |