বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

সদস্য নিচ্ছে তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখা

সদস্য নিচ্ছে তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখা

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়: নতুন সদস্য আহ্বান করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। আজ রোববার (১ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার (১ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত চলমান থাকবে এই সদস্য সংগ্রহ কার্যক্রম। অনলাইন সদস্য আহ্বান গুগল ফরম (https://forms.gle/vgSjYCuqfPnqQtfm8) পূরণের পাশাপাশি প্রতিদিন সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন জয়ধ্বনি মঞ্চের পাশের বুুথ থেকে এ ফর্ম সংগ্রহ করা যাবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরাই নির্ধারিত ১০০টাকা মূল্যে সংগঠনটির সদস্য হতে আবেদন করতে পারবেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ভাইভার মাধ্যমে চূড়ান্ত সদস্য হিসেবে সংযুক্ত করা হবে। সংগঠনটির অফিশিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/WRITTER.JKKNIU) ভাইভা সময়সূচি ও চূড়ান্তভাবে নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করা হবে।

এসম্পর্কে আলমগীর হোসেন বলেন, আজ আমরা ২০২৪-২৫ সেশনের জন্য সদস্য আহ্বান করেছি। ৫ ডিসেম্বর পর্যন্ত আমরা অনলাইন সদস্য ফরম ও বুথের মাধ্যমে সদস্য নেবো। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শিক্ষার্থীদের মননশীল বিকাশে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— নতুন লেখকদের পরামর্শ, নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান, লেখা সম্পাদনা ও পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা , মাসিক সেরা লেখক ঘোষণা ও পুরস্কার প্রদান , বিষয়ভিত্তিক কর্মশালা ও মাসিক পাঠচক্রের আয়োজন , লেখালেখির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি , বিশেষ দিবসসমূহে প্রতিযোগিতার আয়োজন , মাসিক কুইজের আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদান ইত্যাদি। এছাড়াও ম্যাগাজিন প্রকাশ ও তরুণ লেখকদের সাথে দেশের স্বনামধন্য লেখকদের সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। আগ্রহী শিক্ষার্থীদেরকে আমি সদস্য হতে আহ্বান জানাচ্ছি। আশা করি এই সংগঠনে যুক্ত হয়ে তারা বিভিন্ন সৃজনশীল কাজে অবদান রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের লেখালেখিতে আগ্রহী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পাশাপাশি নানাবিদ প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় লেখক ফোরাম। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) , ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ২২টি শাখার হাজার হাজার শিক্ষার্থী যুক্ত রয়েছেন লেখক ফোরামের সাথে। নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক তরুণ মেধাবী শিক্ষার্থীরা লেখক ফোরামের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |