শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

আপডেট
অঝোরে বৃষ্টি তার পরও থেমে নেই বিআরটিএর কার্যক্রম

অঝোরে বৃষ্টি তার পরও থেমে নেই বিআরটিএর কার্যক্রম

একেএম ,রুহুল আমীন স্বপন( স্টাফ রিপোর্টার):  সারাদেশে তথা ঢাকা শহর জুরে গত দুই দিন যাবৎ চলছে বৃষ্টির লীলাখেলা। একটু পর পর চলছে বৃষ্টির লুকোচুরি। এর মধ্যেই চলছে বিআরটিএ মেট্টো-৪ এর ফিটনেস ও রেজিষ্ট্রেশন কার্যক্রম। ফিটনেসের জন্য গাড়ির দীর্ঘ লাইন, জনসাধারণের ভোগান্তির চিত্র দেখে মটরযান পরিদর্শকরা বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে গাড়ি পরিদর্শন করতে দেখা যায়। লাল ছাতা নিয়ে মটরযান পরিদর্শক মোঃ নজরুল ইসলাম ও মোঃ মিরাজ এককের পর এক গাড়ির ছবি তুলছেন ,ইন্জিন দেখছেন ,সাথে সাথে গাড়ি সরিয়ে পরবর্তী গাড়ি পরিদর্শন করতে থাকেন।

 

সুবিশাল লাইন কিছুক্ষনের মধ্যে ছোট হয়ে গেল। উপস্থিত ২/৩ জনের সাথে কথা বলে যানতে পারলাম ফিটনেসের এ্যাপয়েন্টমেন্ট ,টাকা জমা সহ সমস্ত কাগজ ঠিক থাকলে ৩০/৪০ মিনিটের মধ্যে ফিটনেস কার্যক্রম সম্পন্ন শেষ হয়ে যায়। এরি মধ্যে সান্ত নামের একজন এসে বলে ভাই আমার ট্যাগের সমস্যা , ৫১৮ টাকা জমা দিতে হবে, এখানে জমা দেয়ার কোন ব্যাংকের বুথ না থাকায় বিপদে পরেছি।আজ ফিটনেস না করতে পারলে আমার আবার জরিমানা লাগবে। তাই আপনার মাধ্যমে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। এ ব্যাপারে বিআরটিএ কতৃপক্ষের সাথে কথা বলে যানা গেল, এখানে পর্যাপ্ত ও নিরাপদ জায়গা না থাকায় বুথ হচ্ছে না। তবে পাশের ভবনে একটা বুথ করার প্রস্তাবনা আছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |