সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

ছাত্রদল সভাপতির মৃত্যুতে ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক

ছাত্রদল সভাপতির মৃত্যুতে ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক

আরিফুল ইসলাম, ভোলা থেকে: ভোলায় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ছাত্রদল সভাপতি নুরে আলমের ঘটনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। আজ বুধবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল সভাপতি নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

ছাত্রদল সভাপতি নুরে আলম আজ বুধবার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে তিনি মৃত্যু বরন করেন। তিনি ঢাকার গ্রীণ রোড কমফোর্ট হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে ছিলেন। এরআগে ৩১ জুলাই ঘটনার দিন আব্দুর রহিম নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন। এ নিয়ে ভোলায় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ নেতা নিহত হন।

উল্লেখ্য, দেশজুড়ে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার (৩১ জুলাই) জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনার দিন একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |