শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

আপডেট
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ৮ জন নারীসহ ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল থেকে শুক্রবার (৫ আগস্ট) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের পৃথক ইউনিট। গ্রেফতারদের মধ্যে মেহেরপুর সদর থানা ১২, গাংনী থানা দুই ও মুজিবনগর থানা পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো, মেহেরপুর সদর উপজেলা টুঙ্গি গ্রামের আরেজ আলীর ছেলে সাহাবুদ্দীন ঘটক, একই উপজেলার সিংহাটি শিমুলতলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নছিনা খাতুন, নাজির হোসেনের স্ত্রী আসমা খাতুন, বকুল হোসেনের স্ত্রী সাবিনা খাতুন, আশরাফ আলীর স্ত্রী জাহানার খাতুন, জেলা শহরের শেখপাড়া এলাকার মন্টু মীরের ছেলে উজ্জল মীর, একই শহরের নতুনপাড়া এলাকার মৃতু আব্দুল মোমিনের ছেলে আলাউদ্দীন, ঝাউবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী শাহানারা খাতুন, গোভিপুর গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী চম্পা খাতুন, ভূমি অফিসপাড়া এলাকার কুবাত আলীর ছেলে শাহারুল ইসলাম ওরফে মাইকেল ও তার স্ত্রী রেনুকা খাতুন, রাইপুর দিঘিরপাড়া এলাকার মোকাম আলীর ছেলে মকবুল হোসেন,গাংনী উপজেলার নিশিপুর গ্রামের লালন হোসেনের ছেলে জসিম উদ্দীন, গাংনী বাসস্ট্যান্ডপাড়া এলাকার সদর আলীর ছেলে ফজলুল হক, মুজিবনগরের নাজিরাকোনা সোনাপুর গ্রামের ইউনুছ আলীর স্ত্রী সখি ও দারিয়াপুর গ্রামের শাবান আলীর ছেলে রাফিজ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক ইউনিট পৃথকভাবে অভিযান চালিয়ে ওই ১৬ আসামিকে গ্রেফতার করে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |