বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

আপডেট
সদরপুরে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা

সদরপুরে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা

 মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী:

ফরিদপুরের সদরপুরে  মঙ্গলবার দুপুরে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল। অবৈধভাবে সড়কে দোকান স্থাপন, ওজনে কম দেওয়া ও ভারী কাগজের প্যাকেটে ফল বিক্রি করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৩জনকে ২হাজার করে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিবিধ ধারা অনুযায়ী যানজট নিরসনে উপজেলা সদরের প্রধান সড়কগুলোকে পর্যবেক্ষণ করেন। এ সময় ডি.এম পরিবহন নামের একটি বাস গাড়ীকে উপজেলা পরিষদের সামনে আটক করা হয়। অভিযানের সময় সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু এহসান মিয়া। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার সঙ্গীয় ফোর্স নিয়ে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |