বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

ফকিরহাটে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

ফকিরহাটে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শুভদিয়া আইমা মায়ের মন্দির মিলনায়তনে জন্মষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, র‌্যালী ও ধর্মিয় আলোচনা সভা শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জন্মষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, মন্দির কমিটির সভাপতি শেখর কুমার মল্লিক।

ইউপি সদস্য প্রদীশ কুমার অধিকারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইমসলাম ওমর, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক সেখ সহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি অলিপ কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী, পুরহিত সুভাষ চক্রবর্তী, দিপালী রানী বিশ্বাস ও সুজিতা রানী বিশ্বাস। পরে প্রধান অতিথি স্বপন দাশ, বড় শুভদিয়া সর্বজনীন দুর্গা মন্দির পূনঃ সংস্কার কাজের শুভ উদ্ভোধন করেন। এর আগে তিনি মঙ্গল শোভাযাত্রা ও র‌্যালীতে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |