সোনাগাজী প্রতিনিধি ঃ
সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের দক্ষিন পূর্ব চরছান্দিয়া আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০ই আগষ্ট শনিবার দিনব্যাপী সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিনামূল্যে যেসব রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ, দন্ত, অর্থোপেডিক, সাধারণ চিকিৎসা।
১৯ আগষ্ট শুক্রবার বিকালে এলজিইডির প্রকল্প পরিচালক ও আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সোনাগাজীর যেকোন এলাকার প্রায় ৪হাজার রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হবে। ৩০ জন ডাক্তার চিকিৎসা দিবেন। ফ্রি মেডিকেল ক্যাম্প এ শৃংখলার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরনবী তোতা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম।