শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

আপডেট
‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার’ হেনরী দম্পতি আবারো রিমান্ডে, কারাবাসের ৩১ দিনের ২০ দিনই রিমান্ডে টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার বিকল্প নেই : রাষ্ট্রপতি কাকরাইলসহ আশপাশের এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ প্রথম দিনের কার্যক্রম যাচাইকরণে ডিআইজি হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত পার হতে ১০ লাখ টাকার চুক্তি মেঘনায় প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দিলেন শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম ১ম বার গণতান্ত্রিক পদ্ধতিতে চবির নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নির্বাচন ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত শীতের আগমনে নীলফামারীতে লেপ-তোশক তৈরির হিড়িক
পরশুরামে বঙ্গবন্ধু’র ৪৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে যুবলীগের স্মরণ সভা

পরশুরামে বঙ্গবন্ধু’র ৪৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে যুবলীগের স্মরণ সভা

গাজী মাসুদ রানা, ফেনী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট শুক্রবার বিকাল ৩ঘটিকায় ফেনীর পরশুরামে উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ খোকা মিয়া মিলনায়তনে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফজলুল বারী মনছুরের সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের আহবায়ক এয়াছিন শরিফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার মজুমদার তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিহাদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের  সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল প্রমুখ।
স্মরণ সভায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্তার মাগফেরাত কামনা করা হয়।এবং পরশুরাম উপজেলায় বিএনপি জামায়েতর সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে উপজেলা জেলা, ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের যুবলীগ কর্মিদের কে সু-সংগঠিত থাকার আহবান জানান বক্তরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |