শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ :
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে তাদেরকে আটক করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক ও অপরাধমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাঝে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম চুরখাই রওশন ফিলিং স্টেশনের সামনে থেকে দুঃসাহসিক চুরি মামলার আসামী কাজল মিয়া ও মজিবুর রহমান ওরফে জয়নালকে তিনটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে।
এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম রহমতপুর এলাকা থেকে ধর্ষন মামলার আসামী মোঃ মিলনকে গ্রেফতার করে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আনিছুর রহমান, আরমান আলী, এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম ল্যাংড়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাদক মামলার আসামী শাহজাহান ইসলাম ব্যাটারিচালিত অটোরিক্সাসহ ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে চুরি মামলার আসামী শফিক মিয়া গ্রেফতার করে। এছাড়া এসআই রাশেদুল ইসলাম ও এসআই আনোয়ার হোসেন পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, চর ঝাউগড়ার আল আমিন ও মাঝিহাটির আতিকুল ইসলাম। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।