শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

আপডেট
বাউফলে উপজেলা চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে উপজেলা চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাজী মামুন, স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর বাউফলে সরকারি সম্পত্তিতে গড়ে তোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। ওই অবৈধভাবে স্থাপনায় ৮/১০ দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি। সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও কোন পদক্ষেপ নেননি তিনি। পরে জেলা প্রশাসন এ অভিযান চালায়।

উচ্ছেদ অভিযান চলাকালে বাউফল থানা ইনচার্জ (ওসি) মো. আল-মামুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইন জানান, বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ জমি দখল মুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |