বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

তারাকান্দায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহে  তারাকান্দা উপজেলা কমিটিকে সামনে রেখে কর্মী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯আগষ্ট) তারাকান্দা সদেরর নতুন বাজারস্থ ঐশী রাইচমিল প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
 সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম  আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, সামনে কমিটিতে ত্যাগি নেতা কর্মীকে মূল্যায়ন করা হবে।কোন প্রকার হাইভিড ও ভুইফোর নেতাদের কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাই যোগ্য ব্যাক্তিকে কমিটিতে জায়গা দেওয়া হবে।
   উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েতুল্লাহ কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন।
 অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, ইয়াসের খান চৌধুরি,হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, আমিরুল ইসলাম মনি,ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,প্রমূখ।  কর্মী সমাবেশে  তারাকান্দা উপজেলা বিএনপি’র সকল ইউনিয়ন থেকে  শান্তিপূর্ণ মিছিল নিয়ে কর্মী সমাবেশ যোগদিল জনসভা রুপনেয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |