বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

“কেন্দুয়ায় বজ্রপাতে ১জনের মৃত্যু”

“কেন্দুয়ায় বজ্রপাতে ১জনের মৃত্যু”

অনলাইন ডেস্ক:
 কেন্দুয়ায়  বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইদুর রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের( মধ্য পাড়া)  মৃত আবুল হাসেমের ছেলে  সাইদুর রহমান(৪৫)  বজ্রপাতে নিহত হয়েছেন।
সূত্রে জানাগেছে, শুক্রবার (১৯আগস্ট) বিকালে  গ্রামের পেছনে কাইল্যাইন বিলে মাছ ধরতে যান সাইদুর রহমান। সন্ধা ৭টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত থামলে স্বজনরা খোঁজতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত অবস্থায় পানির উপর তাকে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে তারা কেন্দুয়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
 কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন সন্ধায় বিলে বজ্রপাতের শিকার হন সাইদুর রহমান। এব্যপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |