বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

নেত্রকোনায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

নেত্রকোনায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

নেত্রকোনা  প্রতিনিধি: 
বৃক্ষ প্রাণে প্রকৃতি -প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ ‘ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে ১৫দিনব্যাপী নেত্রকোনা জেলা বৃক্ষ মেলা ২০২২। এ উপলক্ষে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে নেত্রকোনা জেলা  বৃক্ষমেলা  ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি হাবিবা রহমান খান,জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন সহ অন্যরা।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশত ফলজ,বনজ ও ঔষধি সহ বিভিন্ন বৃক্ষের স্টল বসে। পরে ৬জন উপকারভুগীর  মাঝে বৃক্ষ পরিচর্যা বাবদ গাছ বিক্রির লভ্যাংসের ৭লাখ সত্তুর হাজার টাকার অনলাইন চেক তুলে দেয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |