শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

আপডেট
ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আমিনুল ইসলাম, ভূঞাপুর
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্র লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পূনর্বাসন স্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ আগস্ট) দুপুরে নিকরাইল ইউনিয়নের পূনর্বাসন স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান (দাদু ভাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু সুভাষ চন্দ্র সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, জামিলুর রহমান মিরন সহ-সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, মোছাঃ নার্গিস বেগম চেয়ারম্যান উপজেলা পরিষদ ভূঞাপুর, গোলাম কিবরিয়া বড় মনি মহাসচিব টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস সমিতি, নূরুল ইসলাম তালুকদার মোহন সিনিয়র সহসভাপতি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ, মিনহাজ উদ্দিন সহসভাপতি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ, তাহেরুল ইসলাম তোতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ, আলিফ নুর মিনি ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ভূঞাপুর,  আজহারুল ইসলাম সাবেক সদস্য জেলা পরিষদ টাঙ্গাইল,সোহানুর রহমান সোহান সভাপতি টাঙ্গাইল জেলা ছাত্র লীগ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |