শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার গ্রামপুলিশদের (দফাদার/ মহল্লাদার) মাঝে ২০২১-২০২২ অর্থ বছরের বাইসাইকেল বিতরণ। ২৫ শে আগষ্ট ২০২২ ইং সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৯২ জন গ্রামপুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গ্রাম পুলিশ সহায়ক ভূমিকা পালন করবে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, উপপরিচালক (স্থানীয় সরকার), ময়মনসিংহ, আশরাফ হোসাইন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ময়মনসিংহ সদর,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।