শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
মাসুদ রানা , রাজশাহী:
রাজশাহীতে বন্ধুদের নিয়ে নদীর তীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ ই্ফান (১৬)। তিনি বিনোদপুর এলাকার একেএম জাহিদুল ইসলাম বাবুর দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে। দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মোঃ বারির জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান।
একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় ইফান। এরপর সে আর তীরে ফিরে না আসতে পেরে পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে ইফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করে।