বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

চা-শ্রমিকদের আন্দোলন, এবার যুক্ত হয়েছে সন্তানরা

চা-শ্রমিকদের আন্দোলন, এবার যুক্ত হয়েছে সন্তানরা

টানা ১৮ দিন ধরে চলছে চা-শ্রমিকদের আন্দোলন। এখনও পর্যন্ত দাবিতে অনড় হবিগঞ্জের বাগানগুলোর চা-শ্রমিকরা। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে তারা টানা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চাঙা করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা।

শুক্রবার (২৬ আগস্ট) থেকে আন্দেলনে যুক্ত হয়েছে চা-শ্রমিক পরিবারের সন্তানরা। দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আন্দোলন চলমান আছে। আজ শুক্রবার থেকে আমাদের সঙ্গে সন্তানরাও আন্দোলনে যোগ দিয়েছে।

দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা-শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েকদফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতোমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |