বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

আপডেট
বিদ্যুতের খুটি সরাতে গিয়ে তিনজনের মৃত্যু

বিদ্যুতের খুটি সরাতে গিয়ে তিনজনের মৃত্যু

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলারয় নিজ উদ্যোগে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন নিহতসহ তিনজন আহত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট, ২০২২ খ্রিঃ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রেলওয়ে পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎ পৃষ্ঠে নিহতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।
এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সরেজমিনে ভৈরব রেলওয়ে পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে গিয়ে শুনেছি বিদ্যুতিক খুটি সরাতে গিয়ে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এবিষয়ে আমাদের তদন্ত অব্যহত রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, এ ঘটনায় যদি কারও ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |