শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া আজ শুক্রবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৬ আগস্ট ভোর রাত সাড়ে ৪টায় নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীনস্থ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১নং বংশিকুন্ডা ইউনিয়নে অবস্থিত মহেষখোলা বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ০৪টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য- ১০ লাখ টাকা। জব্দকৃত মহিষগুলো নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।