শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুলিয়ারচরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ :
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, ও ভোলায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিমকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট, ২০২২ খ্রিঃ) বিকেলে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত-এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
উক্ত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান-এর পরিচালনায়, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম, সহ-সভাপতি এডঃ শরীফুল ইসলাম, রুহুল আমিন আকিল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান শাহজাহান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম প্রমুখ।
এছাড়াও সমাবেশে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। প্রতিবাদ  সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের ডাক বাংলো মোড়ে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |