মিনহাজ দিপু,কয়রা (খুলনা)প্রতিনিধি,
সুন্দরবনে বন বিভাগের অভিযানে আহরণ নিষিদ্ধ কাঁকড়া সহ আজগার আলি (৫৫) নামের একজন জেলে কে আটক করেছে বন বিভাগ।
রবিবার সকাল ৭ টায় কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন পাতাখালি এলাকার কপোতাক্ষ নদী দিয়ে ইঞ্জিন চালিত ট্রলার যোগে সুন্দরবনের আহরণ নিষিদ্ধ কাঁকড়া পাচার কালে সুন্দরবনের কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের একটি দল ট্রলারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি কাঁকড়া ও ইঞ্জিন চালিত ট্রলার সহ আজগার আলি নামে একজন জেলে কে আটক করে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলে,জব্দকৃত কাঁকড়া ও ট্রলার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত গত পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ থাকলেও কয়রা এলাকার কিছু অসাধু কাঁকড়া ব্যবসায়ী বেশি টাকার লোভ দেখিয়ে চোরা শিকারিদের মাধ্যমে সুন্দরবনে কাঁকড়া আহরণ অব্যাহত রেখেছে।