বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় গোপালপুরের  অবসরপ্রাপ্ত মাদ্রাসার  শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনায় গোপালপুরের  অবসরপ্রাপ্ত মাদ্রাসার  শিক্ষক নিহত

খাইরুল ইসলাম ,গোপালপুর
টাংগাইলের রাবনা বাইপাসে বাস ও সিএনজি সংঘষের ঘটনায়, ঘটনা স্থলেই গোপালপুর উপজেলার উওর বিলডগা গ্রামের বাসিন্দা চরচতিলা আলিম মাদ্রাসার অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলাম (৬২) মৃতুৎ বরণ করেছেন।
আজ শুক্রবার বেলা এগারো টায় সময় এ দুর্ঘটনা ঘটে নিহত মো: সাইফুল ইসলাম উওর বিলডগা গ্রামের মৃত নইম মন্ডলের ছেলে। তিনি এক পুএ ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
২০২০ সালে চরচতিলা আলিম মাদ্রাসা থেকে তিনি অবসর গ্রহন করেন,  শারীরিক অসুস্থতা জনিত কারণে ডাক্তারের পরামর্শ নিতে সকালে সিএনজি যোগে টাংগাইলের উদ্দেশ্য রওয়ানা দেন।
তার অকাল মৃতুৎতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  লাশ  গ্রহনের পর উওর বিলডগা কবর স্থানে তার মরদেহ দাপন সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |