শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
কলিহাসান, দুর্গাপুর
পাঠে পাঠে আত্মজাগরণ এই প্রত্যয়ে,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোণা জেলার প্রতিটি উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে, পঞ্চাশটি করে বই, প্রতিটি দশ টাকায় বিতরণ শুরু করেছে জলসিঁড়ি পাঠাগার।
আজ দুপুরে দুর্গাপুর উপজেলার বিরিশিরি পার্সি চার্লসস নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে উন্নত জীবন, রোড টু সাকসেস, টাইম ম্যানেজমেন্ট নামক পঞ্চাশটি বই, পঞ্চাশ জন শিক্ষার্থীর তুলে দেন, স্কুলটির প্রধান শিক্ষক মো. ফজলুল হক, পাঠাগারটির সভাপতি এডভোকেট মানেশ সাহা এবং সংস্কৃতিজন এডভোকেট প্রবীর মজুমদার চন্দন।
এ সময় উপস্থিত ছিলেন, জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার, শিক্ষক শমশের আলী, নাসির সিয়াম, রমজান আলী প্রমুখ শিক্ষকবৃন্দ।