মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

বিয়ের দেড় বছর পর হেলিকপ্টারে শ্বশুরবাড়ি আসলো বউ

বিয়ের দেড় বছর পর হেলিকপ্টারে শ্বশুরবাড়ি আসলো বউ

নিজস্ব প্রতিবেদক:বরগুনার আমতলী উপজেলার তালুকদার বাজার এলাকায় বিয়ের দেড় বছর পর স্ত্রীকে হেলিকপ্টারে বাড়ি নিয়ে এসেছেন এক যুবক। সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় তারা হেলিকপ্টারে করে ওই এলাকায় অবতরণ করেন।

ওই যুবক হলেন, পাতাকাটা ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে রাকিবুল ইসলাম। তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। বর্তমানে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত।

রাকিবের বাবা আলতাফ হাওলাদার জানান, আমার দুই ছেলের মধ্যে রাকিব ছোট। প্রায় দেড় বছর আগে সামাজিকভাবে গলাচিপা গোল খালী এলাকার আব্দুল কালাম মাস্টারের মেয়ে ডা. তুলি আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। ছেলে ও ছেলের বউয়ের ইচ্ছায় সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় পুত্রবধূকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে রকিবুল ইসলাম জানান, হেলিকপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসার ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হলো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |