বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
তৌহিদ বেলাল: কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপর দিয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’ অতিক্রম করার আশংকা প্রবল। এর ফলে দুর্বল স্থাপনার রোহিঙ্গা ক্যাম্পগুলো শতভাগ উড়িয়ে নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এমটাই জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং খ্যাতনামা আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে উখিয়া-টেকনাফ উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপর ব্যাপক পরিমাণে বৃষ্টি ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পাহাড় ধসের প্রবল ঝুঁকিও রয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার থেকে ১৫০ কিলোমিটার। এর ফলে রোহিঙ্গা ক্যাম্পের ঘরগুলো উড়িয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা শতভাগ।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগ আগামী ১৪ মে সকাল ছয়টার পর থেকে দুপুর বারোটার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলে আঘাত করার আশংকা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ও পেছনের অংশ সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মোখা’র দুর্যোগ মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে কক্সবাজারের জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খোলা থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রয়োজন মুহুর্তে এই নিয়ন্ত্রণ কক্ষে সর্বসাধারণের সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল: +৮৮ ০১৮৭২৬১৫১৩২, টেলিফোন: +৮৮ ০৪৩১ ৬২২২২, ফ্যাক্স: +৮৮ ০২ ৩৩৪৪৬২২০৫, +৮৮ ০২৩৩৪৪৬২২০৬, ই মেইল- adcgcox@gmail.com ও drrocox@gmail.com এই নাম্বারসমুহে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।