বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

এসএসসির `প্রশ্নপত্র` বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওরা

এসএসসির `প্রশ্নপত্র` বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওরা

এসএসসির `প্রশ্নপত্র` বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওরা

বিশেষ প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। প্রতারক এই চক্রটির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১১ মে) রাত একটার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আহমদ রেজা খান, মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ আরমান।

এদের মধ্যে আহমদ রেজা খান নগরীর একটি মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী। মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ আরমান পটিয়ার একটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।র‍্যাব জানায়, গ্রেপ্তার তিনজন সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করে বিগত কয়েক বছরের প্রশ্নকে চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্ন বলে বিক্রি করছিল। এভাবে ভুয়া প্রশ্ন বিক্রি করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকা আদায় করতো তারা।

চট্টগ্রামস্থ র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গ্রেপ্তার তিনজনই শিক্ষার্থী। তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |