শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
সীতাকুণ্ড, চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার মাদক ব্যবসায়ী মিনু বেগম (৫৫) কে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, আমার সার্বিক দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করে ৯৩৭ পিচ ইয়াবা ও ০১ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞীকে পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসস্থল সোনার পাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানার ১২টি মাদকদ্রব্য আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আরো বলেন ,আমি সীতাকুন্ড মডেল থানায় যোগদানের পর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করি । তাদের সামাজিক, রাজনৈতিক অবস্থা ও আয়ের উৎস সম্পর্কে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এ ধারাবাহিকতায় সন্ত্রাসী জাফর, পারভেজ, মোহাম্মদ আলী,জঙ্গি রাজীব,ডাকাত জামাল, চোর সর্দার জসিম, মাদক ব্যবসায়ী জামাল সহ আরো অনেক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি।