শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

আপডেট
শিল্প কারখানার বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ছে কুমিরা খালে

শিল্প কারখানার বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ছে কুমিরা খালে

সীতাকুণ্ড, চট্টগ্রাম : সীতাকুণ্ডে শিল্প কারখানার বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ে কুমিরা খালের পানি দূষিত হয়ে পড়েছে। কার্বলিক এসিড ও রাসায়নিক ছড়িয়ে পড়ে খালের পানির রঙ বদলে যায়। এসব কেমিক্যালের বিষাক্ততার কারেণ অসুস্থ হয়ে পড়েছে এলাকার মানুষ। এতে খালের ওপর নির্ভর করা কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে । কৃষকরা বলেন দীর্ঘদিন ধরে খালের পানি ব্যবহার করে সবজি উৎপাদন করছেন। এই ভাবে খালের পানি দূষিত হতে থাকলে সবজি উৎপাদনে ব্যাঘাত ঘটবে।স্থানীয় এলাকাবাসী বলেন , খালের পানি গৃহস্থালির কাজে ব্যবহার করি । শিল্প কারখানার বিষাক্ত কেমিক্যালের করনে আমাদের শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছি । কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে কুমিরা খালের অবস্থা খুবই করুণ। স্থানীয় কর্ণফুলী স্টিল মিলসের এসিড ফেলা হচ্ছে খালে।

আরো কয়েকটি কারখানার বর্জ্য এখানে ফেলা হয়। এতে ধ্বংস হচ্ছে পরিবেশ, কৃষিকাজে ব্যবহার করা যাচ্ছে না পানি। নষ্ট হচ্ছে সমুদ্রের মাছ, মানুষ ব্যবহারের পানি পাচ্ছে না। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া তদন্তে গিয়ে বলেন , কর্ণফুলী স্টিল মিলের একটি পাইপ ফেটে যায়। এতে কেমিক্যালগুলো প্রতিষ্ঠানটিতে ছড়িয়ে পড়ে। পরে তা পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও খালে ছড়িয়ে পড়ে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। কেমিক্যালের ঝাঁজালো গন্ধে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। কেমিক্যালে পর্যাপ্ত পানি ঢালার পর গন্ধ কমে যায়। কর্ণফুলী স্টিল মিলসের ব্যবস্থাপক গৌতম নাথ বলেন, কারখানায় একটি লাইনে সামান্য লিকেজ হয়ে কিছু এসিড নির্গত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে তা পরিষ্কার করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |