শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিহত
ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার ঈশ্বরদী -বানেশ্বর আঞ্চলিক সড়কের ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ সকালে ঢাকার অবস্থান ১২তম

নিহতরা হলেন- নাটোরের লালপুর পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিণ লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)।

আহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক রাজশাহীর বাঘা উপজেলা আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।

পুলিশ জানান, বুধবার ভোর ৬টার দিকে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বন্দর সড়ক দিয়ে বেপড়োয়া গতিতে মাল বোঝায় একটি ট্রাক আসছিল। এসময় অপরদিক থেকে আসা সিএনজি ও একটি খড়ি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ট্রাকটি ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও অন্য যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

প্রতিদিনের কাগজ/এসআর

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |