শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

আপডেট
পরশুরামে তিনশত জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ

পরশুরামে তিনশত জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ

বিনামূল্যে

গাজী মাসুদ রানা, ফেনী: “বাঁচলে কৃষক বাঁচবে দেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে  ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় ফেনীর পরশুরাম উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার তিনশত জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের এফভিপি ম্যানেজার তৌফিক কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্টোকেম (বাংলাদেশ) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার হামিদুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার তালহা জুবায়ের,
ফুলগাজী উপজেলার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আবু হেনা মেহেদী, পরশুরাম উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বনিক, উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাসসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে বিতরণ কৃত কৃষি উপকরণের মধ্য রয়েছে, পেট্রোকেম হাইব্রিড ধান-৬, ইউরিয়া, টি,এস,পি, পটাশ, পেট্রোজিংক, পেট্টোজিপ, পেট্রোবোরন, পেট্টোম্যাগ, সালফিন, ফারটেনা, কাটাপ+কোরাজেন, কিল্টার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |