দাউদকান্দির (কুমিল্লা) প্রতিনিধিঃ বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগীদের নিয়ে মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১১অক্টোবর) বিকেলে উপজেলার মারুকা ইউনিয়ন পরিষদ মাঠে সরকারেরর সামাজিক সুরক্ষার আওতায় উপকার ভোগীদের সাথে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১ দাউদকান্দি- তিতাস এর মাটি ও মানুষের নেতা মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূইয়া এমপি। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার হাতেই একমাত্র বাংলাদেশ নিরাপদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনেনত্রী শেখ হাসিনাকে আবারও ৪র্থ বারের মতো নির্বাচিত করতে নৌকায় ভোট দেয়ার উদার্ত আহ্বান জানান। তিনি আরোও বলেন, ‘সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে গরীব অসহায়দের বিভিন্ন ভাতা প্রদান করে যাচ্ছে।
টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, তেল ও চিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত দেশের অধিকাংশ মানুষ, কেউ সরাসরি উপকৃত হয় কেউ বা পরোক্ষভাবে। তিনি আরো বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এমিপ মহোদয়ের সহধর্মীনী মাহমুদা ভুইঁয়া, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.এস.এম.শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন! উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলালীগ সভাপতি জেবুন নেছা জেবু মারুকা ইউনিয়ন সভাপতি মো:আবু তাহের তালুকদার সাধারণ সম্পাদক শহিদুজামান মাসুক ভূইয়া প্রমুক।