সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

আপডেট
ময়মনসিংহ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত এম.এ মান্নান ম্যামরিয়াল স্কলারশীপের মেধা বৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ ময়মনসিংহে সড়কে ট্রাফিক ব‍্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী জমকালো আয়োজনের জান ই আলম সরকার স্কুলে ছাত্র-ছাত্রীদের ক্লাস পার্টির -২০২৪ টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জাতির কাছে এখন পর্যন্ত আ.লীগ ক্ষমা চাননি: এ্যানি রায়পুরে বাড়ছে সুপারি উৎপাদন ঝালকাঠিতে অনলাইন জুয়ার নেশায় মত্ত তরুণ-যুবকরা, প্রতিকার চায় সচেতন মানুষ কেশবপুরে মাচা পদ্ধতিতে পটল চাষে বাম্পার ফলন
ফুলবাড়ীয়ায় সেলিমা বেগম সালমার ৩২৯তম উঠান বৈঠক জনসভায় পরিনত 

ফুলবাড়ীয়ায় সেলিমা বেগম সালমার ৩২৯তম উঠান বৈঠক জনসভায় পরিনত 

ফুলবাড়ীয়া প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে সরকারের উন্নয়ন প্রচার ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে উপজেলার পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র, ফুলবাড়ীয়ার অগ্নিকন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রী ও উক্ত আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য পদপ্রার্থী সেলিমা বেগম সালমা।  রবিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ৮নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হড়িপুর এলাকায় ৩২৯তম উঠান বৈঠকে অংশ নেন সেলিমা বেগম সালমা। স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের আয়োজনে উঠান বৈঠকে বিপুল সংখ্যক স্থানীয় নারী ভোটারদের পাশাপাশি সামাজিক সচেতন মহল যোগদান করেন। এতে উঠান বৈঠকটি জনসভায় পরিনত হয়।
উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজসেবক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দ, সমাজসেবক আজগর আলী মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ সেলিম, কৃষক লীগের সাবেক সদস্য মনির হোসেন, পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত ইমন, ফুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাজু, পৌর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু সাইদ মিলন, হরিপুর দাখিল মাদ্রাসার সভাপতি প্রভাষক মির্জা সোহেল রানা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লাল মিয়া, সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য রবিলাস চন্দ্র দাস, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মির্জা নজরুল ইসলাম, ইউনিয়ন তাতী লীগের সভাপতি মোশাররফ হোসেন, যুবলীগ নেতা মির্জা মোর্শেদ, শ্রমিক লীগ নেতা সুরুজ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা আব্দুস সাত্তার, যুবলীগ নেতা সেলিম মিয়া, হুমায়ুন কবির, শাহজাহান ও আলাল উদ্দিন প্রমুখ।
উঠান বৈঠকে দেওয়া বক্তব্যে সেলিমা বেগম সালমা বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন, গরিব অসহায়দের জন্য বিভিন্ন প্রকল্প, ভাতা ইত্যাদি আলোচনা করেন। কঠোর সমালোচনা করেন চলমান বিরোধী জোটের অবরোধ কর্মসূচীর। স্থানীয় ভোটারদের সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে সেলিমা বেগম সালমা সুখে দুঃখে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে উৎসাহিত করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |