শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সীমান্তে চোরাচালানের সময় অবৈধ অস্ত্রসহ আটক ১

সীমান্তে চোরাচালানের সময় অবৈধ অস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থানে ১৪ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে অস্ত্র চোরাচালানের সময় ১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন  ৩৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজিবির সদস্যরা।

আরও পড়ুন: শেরপুরে ৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আটককৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মোঃ জাবুল হোসেন এর ছেলে মোঃ মাহাবুব আলী। বুধবার  (১৫ নভেম্বর) বেলা ১১টায় রহনপুর ব্যাটালিয়নের ৫৯ বিজিবির সদরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন ১৪  নভেম্বর  আনুমানিক রাত সাত হতে নয়টার  মধ্যে ৫৯ বিজিবি’র তেলকুপি বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থান দিয়ে অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমান গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

এপ্রেক্ষিতে হাবিলদা ফিরোজ হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। তারপর আনুমানিক রাত সাড়ে আটকে সময় ০১ জন লোক পায়ে হেটে কয়নাদিয়া গ্রামে যাওয়ার পথে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন, ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায।  আটককৃত আসামী, বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি  শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি ।

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |