সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
আবুল হাসনাত মিনহাজ, চট্টগ্রামঃ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আগামী বছরের (২০২৪) সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নন্দনকানন থেকে আনন্দ মিছিল নিয়ে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সমাবেশ করেন হেলাল আকবর চৌধুরী বাবর।
আরও পড়ুন: ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামি ভাস্কর্য উম্মোচন
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন,উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দিন।উন্নয়নশীল দেশ মর্যাদা বাস্তবায়ন অসমাপ্ত উন্নয়ন কাজ’ শেষ করতে নৌকায় ভোট দিন।এটা আওয়ামী লীগই পারবে, অন্য কেউ পারবে না। কারণ তাদের (বিএনপি-জামায়াত) কোনো দেশপ্রেম বা মানুষের প্রতিও কোনো দায়িত্ববোধ নেই।’দেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাও দেশ এগিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত। শক্তিশালী নির্বাচন কমিশন আছে বলেই এটি সম্ভব হয়েছে।
হেলাল আকবর চৌধুরী বাবর আরও বলেন, আমরা এই ঘোষিত তফসিল কে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের দিনে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলেই সবকিছু মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছে। তাই জনগণের আস্থা শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রতীক নৌকায়। আগামী ২৪ সাল ৭ই জানুয়ারীর নির্বাচনে শেখ হাসিনা সরকারই নিরংকুশ বিজয় লাভ করবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু টানেল, মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন সহ চট্টগ্রামে সর্বত্র উন্নয়ন করেছন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসন চট্টগ্রামবাসী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে। সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উন্নয়নশীল দেশ’-এর মর্যাদা বাস্তবায়ন এবং ‘অসমাপ্ত উন্নয়ন কাজ’ শেষ করতে আবারও নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরোও বলেন , অন্য কোনো দলে এমন দেশপ্রেম নেই। সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছে, যেটার বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সেলিম উদ্দিন জয়, মোরশেদুল আলম, মো. দেলোয়ার, হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, শেখ তৌহিদ আরদিন, জুবায়ের আলম আশিক, শুভ দত্ত, মো. রুবেল, ইসমাইল সাকিব, ইয়াসির আরাফাত রিকু,মোহাম্মদ আজমীর শাহ্, প্রমুখ।