বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

লালমনিরহাটে আগুনে দগ্ধ হতে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটে আগুনে দগ্ধ হতে গৃহবধূর মৃত্যু

মোসলেম উদ্দিন রনি ,লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শীত নিবারনের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া গৃহবধূ সাজেদা বেগম (৫৬) মারা গেছেন।
আজ  (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে, গতকাল সোমবার রাতে দগ্ধ হন সাজেদা।
সাজেদা বেগম উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।স্বজনরা জানান, তীব্র শীত থেকে বাঁচতে রাতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছিলেন সাজেদা। এসময় তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ সাজেদাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাজেদা বেগম মারা যান।রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী অধ্যাপক ডা. শাহীন শাহ বলেন, মারা যাওয়া সাজেদার শরীরের ৫০-৫৫ ভাগ দগ্ধ হয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |