সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

আপডেট
কক্সবাজারে স্বৈরাচারের ‘দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জে একই ব্যক্তির সরকারি চাকরিতে বয়স ৫১, মুক্তিযোদ্ধা ভাতায় ৭১! আগের দিন অভিযোগ, পরদিন প্রত্যাহার, ৮৮ দিনে পদোন্নতি ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ অবৈধভাবে শতকোটি টাকার মালিক, এসপি শাহজাহানের বক্তব্য জানতে চায় দুদক রাজশাহীতে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এ এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করল তরফদার, বিজয় নিশ্চিত ইমরুলের পুলিশের থাকা-খাওয়ার মান সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
নতুন ফুটবল রেফারিং কোর্স উদ্বোধন

নতুন ফুটবল রেফারিং কোর্স উদ্বোধন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারিজ কমিটির পরিচালনায় সিজেকেএস-সিডিএফএ সহযোগিতায়, এনএইচটি হোল্ডিংস লি. নতুন ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয় সিজেজেএস কনভেনশন হলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সিজেএফআরএ সভাপতি আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ফিফা এলিট রেফারি এবং কোর্স ডাইরেক্টর তৈয়ব হাসান শামসুজ্জামান, আরো উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম লালু, সিজেএফআরএ সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরণ, সিজেএফআরএ সহ-সভাপতি মনজুরুল ইসলাম (এড.) এবং সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেএফআরএ সহ-সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু। কোর্সের চেয়ারম্যান লুথফুল করিম সোহেল। যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন মো: সাইফুল ইসলাম টিপু, দপ্তর সম্পাদক এ.এস.এম সৈকত, নির্বাহী সদস্য শামসুল আলম, সাইদুল হক, শরিফুজ্জামান খান টিপু, নুরুল আবছার এবং সাবেক নির্বাহী সদস্য মো: ইউসুফ। সিটি কর্পোরেশন কর্তৃক একুশে পদক প্রাপ্ত সিনিয়র সাংবাদিক জাকির হাছান লুলু এবং জার্সি স্পন্সর এস এ কর্পোরেশনের স্বতাধিকারী মো: দেলোয়াট কে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

বাফুফে কর্তৃক অনুর্ধ্ব-১৫ একাডেমি কাপে বিভিন্ন জেলার ভেন্যুতে সিজেএফআরএ রেফারিরা সুনামের সাথে খেলা পরিচালনা করায় তাদেরকে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়। যথাক্রমে: ম্যাচ কমিশনার- হেলাল উদ্দীন মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু এবং রেফারিরা হলেন- জাহেদুল ইসলাম, তরিকুল ইসলাম, সাহেদুল হক, আফিফ হান্নান মিশন, মো.মিজান, আবু নছর, আফিফ হান্নান মিশন, দিদারুল ইসলাম, রাকিবুল ইসলাম, শাহরিয়ার সরকার, হাবিবউল্লাহ, মো. মিনহাজুর রহমান, শফিউল্লাহ, পৃথ্বিরাজ শাহা, মাইনুল কবির শাওন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |