শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

আপডেট
হাঁসফাঁস গরমে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ

হাঁসফাঁস গরমে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ

হাঁসফাঁস গরমে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া: প্রচন্ডে গরমে বাহিরে বের হওয়াই যেন মুশকিল হয়ে যাচ্ছে মানুষের জন্য। তার উপরে মাঝ দুপুরের প্রখর রোদে যেন জীবন বেড়িয়ে যাওয়ার অবস্থা খেটে খাওয়া মানুষ সহ সাধারণ মানুষের। প্রচন্ড রোদে আবার হিট স্ট্রোকের ঝুঁকিও রয়েছে কয়েকগুন। এবার মানবতার একটি নজির স্থাপন করলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা তরুণ মানবসেবা ফাউন্ডেশন নামক একটি নব গঠিত সামাজিক সংগঠন। তারা ২৩ এপ্রিল মধ্যবেলার তপ্ত রোদের মধ্যে কসবা বাজার ও কসবা কদমতুলীতে প্রায় ১ হাজার মানুষকে  ঠান্ডা শরবত ও ঠান্ডা পানি পান করায়।

আরো পড়ুন: তীব্র তাপদাহে গোপালগঞ্জ পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি এইচ এম হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক আতিক হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ এইচ রাজা,তামিমুর রহমান, ক্যাশিয়ার হাসিবুর রহমান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, নাইম খাঁ ও সংগঠনের সদস্য মো: রাইহান, নাসির হোসেন জনি, সিরাজ,নাইম,জাবেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের সভাপতি এইচ এম হাসান মাহমুদ জানান, সারাদেশে প্রচন্ড গরমে খেটে খাওয়া মানুষের কষ্ঠগুলো সহ্য করার মতো না। আমরা শুধুমাত্র মানুষকে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নিয়েছি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক তামিমুর রহমান বলেন, আমরা লোক দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টি ও মানুষ যেন আমাদের দেখে পথচারী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সে লক্ষ্যে আমরা আমাদের নিজেদের অর্থায়নে এই কার্যক্রম করেছি, আমাদের আশা দেশের সকল সংগঠনগুলো আমাদের মতো এগিয়ে আসবে। এ ছাড়াও কসবা তরুণ মানবসেবা ফাউন্ডেশন শিক্ষা,সংস্কৃতি ও অসহায় মানুষদের নিয়েও কাজ করে থাকে।

আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যম: Facebook =https://www.facebook.com/pratidinerkagoj/

   Youtuve =https://www.youtube.com/channel/UCLMQ8IvsMnw1Q5iENPVStjQ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |