মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
রেজাউল করিম রেজা,ময়মনসিংহ : ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ ১০ টায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ বজলুর রহমান, বিজ্ঞ বিচারক সাইবার ট্রাইব্যুনাল, মোঃ আনিসুর রহমান, বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফারহানা ফেরদৌস, বিজ্ঞ বিশেষ জজ (জেলা জজ), দিদারে আলম মোহম্মদ মাকসুদ চৌধুরী বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, মোমিনুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল হাই, মাছুম আহমেদ ভূইয়া সম্মানিত পুলিশ সুপার, ডাঃ মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন, মনমনসিংহ, এডভোকেট আলহাজ্ব মোঃ ফজলুল হক, সভাপতি জেলা আইনজীবী সমিতি, ময়মনসিংহ, এডভোকেট আলহাজ্ব মোঃ আবুল কালাম, সাধারন সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, ময়মনসিংহ, এডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, বিজ্ঞ সরকারী কৌসুলি, ময়মনসিংহ। জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সহকারী জজ সুদীপ্ত তালুকদার।