শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

আপডেট
চবির আবাসিক হলে মদ খেয়ে ছাত্রীর মাতলামি

চবির আবাসিক হলে মদ খেয়ে ছাত্রীর মাতলামি

চবির আবাসিক হলে মদ খেয়ে ছাত্রীর মাতলামি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারোও আবাসিক হলে মাদকসেবনের অভিযোগ উঠেছে। বাইরে থেকে নেশা করে এসে হলের নিজ রুমে মাতলামি করে অন্যদের বিরক্ত করতেন। বারণ করায় রুমমেটের দিকে তেড়ে আৃসারও অভিযোগ উঠেছে।

শনিবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. উদিতি দাশের কাছে এসেছে এমনই এক অভিযোগ। অভিযুক্ত ওই ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৫১২ নম্বর কক্ষে। অভিযোগকারী জানান, ’ঐশী নিয়মিত হলে মদ খেয়ে এসে মাতলামি করতো। বিড়ি সিগারেট খেয়ে রুমের পড়ালেখার পরিবেশ নষ্ট করতো। এগুলা নিয়ে তাকে বাঁধা দিলে আমাদের বাবা মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করতো। বলতো, আমি যতক্ষণ রুমে সিগারেট খাই না, এটা তোদের জন্য কম্প্রমাইজ করি ইত্যাদি ইত্যাদি।’

তার সম্পর্কে চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, ‘ঐশী ক্লাস নাইন থেকেই মদ-গাঁজা-সিগারেটের সাথে আসক্ত। ওকে অনেকবার এগুলো ছাড়ার জন্য বলেছি। কিন্তু কে শুনে কার কথা। সে চারুকলাতেও খোলা-মেলাভাবে এসব মাদক নেয়।’ তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি এসব মাদকদ্রব্য সেবন করিনা। বিশ্ববিদ্যালের সিনিয়র সহকারী প্রক্টর মো. এনামুল হকের সাথে কথা বললে তিনি বলেন, ’ঐশীর বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তার নামে নাকি এর আগেও অভিযোগ ছিলো। ভুক্তভেঅগীকে আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। হল প্রশাসনের সাথে আমরা কথা বলবো।’

হলের প্রভোস্ট ড. উদিতি দাশ বলেন, ’আজকে একটা মেয়ে আমাকে টেলিফোন করে জানিয়েছে যে, ৫১২ নাম্বার রুমে নাকি ঐশী নামের একটা মেয়ে মাদক সেবন করে। এই মেয়ের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছে। তাকে আমরা তখন ডাকিয়েছিলাম। সে ক্ষমা চেয়ে বলেছে, আর করবে না। তাই, সেবার ক্ষমা করে দিয়েছিলিাম। কিন্তু তার নামে আবারও মাদকাসক্তির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা কালই একশানে যাবো।’এর আগে গত ২৯ জানুয়ারি (সোমবার) একই ইনস্টিটিউটের এক ছাত্রের সাথে ছেলেদের মেসে এই মেয়ের রাত্রিযাপন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |